বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মিরপুরে মাস্ক না পরায় ১২ জনের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাস্ক না পরে বাইরে বের হওয়ায় রাজধানীর মিরপুর এলাকায় ১২ জনকে জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) র‌্যাব-৪ এর মিডিয়া কো-অর্ডিনেটর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। জনসচেতনতা বাড়াতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর দারুস সালাম রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ১২ জনকে জরিমানা করা হয়। এছাড়া ২০০০ দিনমজুর ও রিকশাচালকের মধ্যে মাস্ক বিতরণ করে তাদের সতর্ক করা হয়। করোনাকালীন জনসচেতনতা বাড়ানো ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ