বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

চাঁদপুরে মাস্ক ব্যবহার না করায় ৯০ জনকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুর শহরে মাস্ক না পরায় এবার পৃথক ভ্রাম্যমাণ আদালতে ৯০ জনকে ৯০টি মামলায় ১১ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর শহরের দু’টি স্থানে এ সাঁড়াশি অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

অভিযান শেষে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গত সপ্তাহ থেকে শতভাগ মাস্ক নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছি। আশা করি আমাদের এ অভিযানের কারণে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, এ দুটি ভ্রাম্যমাণ আদালতের মধ্যে ইলিশ চত্বর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ৬৫টি মামলায় ৬৫ জনকে ৭ হাজার ৭শ’ টাকা এবং শহরের পালবাজার এলাকায় উজ্জ্বল হোসেন ২৫টি মামলায় ২৫ জনকে তিন হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযানে আরও উপস্থিত থেকে সহযোগিতা করেন ১৩ আনসার ব্যাটালিয়নের সদস্য ও জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ