আওয়ার ইসলাম: শেফালি খাতুন নামের প্রতিবন্ধী এক ভিক্ষুক দফায় দফায় এ পর্যন্ত ৪০ হাজার টাকা মসজিদে দান করেছেন। রাজশাহীর বাঘা এলাকার শেফালি খাতুন ভিক্ষা করে জমিয়ে মসজিদে এ টাকা দান করেন।
প্রায় ১৫ বছর আগে ৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় সংসার ভাঙ্গে শেফালির।অসহায় শেফালি তারপর থেকে ভিক্ষায় নেমে পড়েন। ভিক্ষে করার পর সংসার চালিয়ে অবশিষ্ট টাকা গ্রামের গোরস্থান, মসজিদে মাইক, ফ্যান কেনার জন্য টাকা দান করেন। শেফালি খাতুনের ১৫বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
শেফালি বেগম সাংবাদিকদের জানান, আমার ইচ্ছা এবার ভিক্ষা করে নিজের সংসারে খরচ করে যা বাঁচবে, সেই টাকা জমিয়ে মাদ্রাসা ও এতিমখানায় দিব। আল্লাহর ঘরে দান করলে পরকালে শান্তি পাওয়া যাবে।
-কেএল