বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কমলগঞ্জে মাদরাসাশিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘বাংলাদেশ মণিপুরি মুসলিম সেবা সংস্থা'র উদ্যোগে কমলগঞ্জ উপজেলার ইসলামপুরে মুয়াজ ইবনে জাবাল রা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ ১৬ নভেম্বর (সোমবার) কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আমজদ আলী বলেন, সৎ ও আদর্শ জাতি গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। মাদ্রাসাগুলোতে অনেক দরিদ্র পরিবারের সন্তান ও অসহায় এতিম শিশুদের শিক্ষা প্রদান করে যাচ্ছে যা নিরক্ষরতা দূরীকরণে উল্লেখযোগ্য অবদান রাখছে। তিনি অসহায় দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা প্রদানের জন্য সমাজের সকল বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

মুয়াজ ইবনে জাবাল রা. মাদ্রাসার মুহতামিম মাওলানা খুবাইব আহমদ জাহাঙ্গীর এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, হযরত মাওলানা কামরুল ইসলাম, ক্বারী মাহমুদ আলী, মাওলানা তৈয়ব আলী, মাওলানা হাবীবুর রহমান কাসেমী, ইউপি সদস্য মোস্তফা মিয়া৷

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার শিক্ষক মুফতি হারুনূর রশীদ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মানুওয়ার হুসেন, হাফেজ শাহীদুর রহমান, হাফেজ আব্দুস সালাম ও মোঃ জসিম উদ্দিন।

কম্বল বিতরণ করতে আসা স্বেচ্ছাসেবক রফিকুল ইসলাম জসিম জানান, আমাদের উদ্দেশ্য গরীব ও অসহায় মানুষকে সেবা দানের মাধ্যমে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে মুরব্বিদের সহযোগিতা করা এবং সমাজে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সকলে একসঙ্গে কাজ করা।

তিনি আরও বলেন, আমাদের আজকের সামান্য এই সহযোগিতা আমাদেরকে সংগঠনের মূল লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে সাহায্য করবে। কেননা আমাদের ভবিষ্যত লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম হল, আমরা চাই আমরা সম্মিলিতভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে আদর্শ সমাজ তৈরি হবে।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ