বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ফরাসি পণ্য বর্জনের ডাক দিলো রাজাপুরের মুসল্লিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলাম অবমাননার ঘটনায় ফেনী দাগনভূইয়ার রাজপুর বাজারে জুমার পর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজাপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে মহানবী স. এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে সবাইকে ফরাসি পণ্য বর্জন কারার আহ্বান জানান। তারা বলেন, রাসূল সা. আমাদের প্রানের স্পন্দন, রাসূলের একটা উম্মত বেঁচে থাকতে তার অবমাননা সহ্য করা হবে না।

সমাবেশে বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজাপুর কেন্দীয় জামে মসজিদের খতিব, মাওলানা ইমাম উদ্দিন মাসুম, চৌধুরী বাড়ী জামে মসজিদের খতিব, মাওলানা ফয়েজুল্লাহ , রাজাপুর আলিম মাদ্রাসার খতিব মাওলানা শরিয়ত উল্লাহ নিজামী, গনিপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নেছার উদ্দিন শরীফী, ডমুরুয়া বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু জাফর সালেহী, তমিজ উদ্দীন ভূঞা জামে মসজিদের খতিব মাওলানা আফতা উদ্দিন, পদুয়া জামে মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন, রাজাপুর মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওসমান গনী মৃধা, চাঁদু হাজী বাড়ী মসজিদের পেশ ইমাম হাফেজ ইউছুফ।

রাজাপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন রিপন, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আলাউদ্দিন সাবেরী, রাজাপুর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মাইনুদ্দিন বেলাল, মুজাহিদুল ইসলাম সেলিম, সালাউদ্দিন পাটোয়ারী মোহসিনুল হক ভুলু, আবুল কালাম পাটোয়ারী, মোহাম্মদ উল্লাহ সবুজ, রফিকুন্নবী রানা, নাছির উদ্দিন, কামরুজ্জামান, তারেক হাসান প্রমুখ।

সমাবেশ শেষে তারা কলেজ মাঠ থেকে মিছিল নিয়ে জিরোপয়েন্ট, শাহাজালাল ব্যাংক, মদিনাতুল উলুম মাদ্রাসা, গনিপুর মোড় হয়ে আবার জিরো পয়েন্ট এসে দোয়া মুনাজাতের মধ্যে দিয়ে মিছিল শেষ করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ