বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

চাঁদপুরে নবি প্রেমিকদের মিছিলে হামলা: আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে মহানবি হজরত মোহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ মিছিলের উপর অতর্কিত হামলা হয়েছে। চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় এ ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের শিলাস্থান-মাঝিগাছা সড়কের মাঝিগাছা ঈদগাহ এলাকায় হামলার এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিলাস্থন, নিন্দপুর, টেলি, পিয়ারী খোলাগ্রামের ধর্মপ্রাণ মুসল্লিদের আয়োজনে হজরত মোহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এক মিছিল বের হয়। এ সময় মিছিলটি শিলাস্থন থেকে মাঝিগাছা যাওয়ার সময় পিছনে থাকা সিএনজিকে সাইড দিতে বিলম্ব হওয়ায় সিএনজি’র যাত্রীরা মিছিলে অংশগ্রহণকারীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে মিছিলটি মাঝিগাছা ঈদগাহর কাছে আসলে সিএনজির যাত্রীরা হামলা চালায়। এ সময় হামলাকারীদের সাথে যোগ দেয় মাঝিগাছা গ্রামের ১০/১৫জন উশৃঙ্খল যুবক। তারা এ সময় মিছিলকারীদের লাঠিসোটা দিয়ে এলোপাথারী মারধর করে। এতে সিএনজির নারী যাত্রীসহ মিছিলের অন্তত ১৫ জন অংশগ্রহণকারী আহত হোন।

মিছিলে অংশগ্রহণকারী শিলাস্থন গ্রামের ইমান হোসেন, রবিউল্লাহ, জহির হোসেন, কাজী মামুন, জাকির হোসেন, হাফেজ হানিফ, আবুল কাশেম, নিন্দপুর জামে মসজিদের খতিব হাফেজ আ. মোতালেব, বোরহান মুন্সি, পিয়ারা খোলা গ্রামের হুমায়ন কবির আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে সিএনজি ড্রাইভার ও যাত্রীরা জানান, মতলব আইসিডিডিডিআরবি থেকে রোগি নিয়ে মাঝিগাছা বাড়িতে ফিরবার সময়ে মিছিলের সম্মুখে পড়লে মিছিলকারীরা সাইড না দিয়ে তর্ক-বির্তকে জড়িয়ে পরে। এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জানান, হামলার বিষয়ে জানতে পেরে কচুয়া থানার ওসিকে আইন-শৃঙ্খলা অবনতি না ঘটে সে বিষয়ে গুরুত্ব দিয়ে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনা কেন্দ্রে করে মিছিলকারীদের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ