বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

নবী অপমানের প্রতিবাদে ময়মনসিংহের পাগলায় বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাগলা (গফরগাঁও) প্রতিনিধি: ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহের পাগলা থানা সংলগ্ন প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ গণমিছিল ও সমাবেশ করেছে গফরগাঁও উলামা সমিতি পাগলা থানা শাখা ও অন্যান্য সংগঠন সমূহ।

রোববার বাদ আসর পাগলা প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে পাগলা বাজার মসজিদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে কেন্দ্রীয় উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলামের মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় উলামা সমিতির সাধারণ সম্পাদক, পীরে কামেল আল্লামা মাহমুদুল হাসান সালমানী। বিক্ষোভ মিছিলে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।

মুফতি হাদিউল ইসলাম এর সঞ্চালনায় মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা নুরুল আমিন, সভাপতি পাগলা থানা, মাওলানা সুলাইমান, সহ-সভাপতি পাগলা থানা, মাওলানা রশিদ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক, পাগলা থানা, মাওলানা ইমরান হোসাইন আজাদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, হাফেজ মাওলানা নাদিম হাসান দিলসাদ, কেন্দ্রীয় সহ প্রচার- প্রকাশনা সম্পাদক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পাগলা থানা, মাওলানা শফিউল্লাহ রাশেদী, মাওলানা ইব্রাহিম খলিল, আহসান হাবীব খোরশেদ, মাওলানা মাহমুদুল হাসান শেখ সাদী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শামসুজ্জামান, মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ