বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

লামায় চোলাই মদসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবানের লামা উপজেলায় অভিনব কায়দায় পাচারকালে দেশীয় তৈরি চোলাই মদসহ তিন পাচারকারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সরই-লোহাগাড়া সড়কের হাসনাভিটা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- লোহাগাড়া উপজেলার কলা উজানের সুখছড়ি গ্রামের বাসিন্দা সুজন দাশ (৩৫), জুয়েল দাশ (৪০) ও সিএনজি চালক ইয়াকুব আলী (৫০)।

সূত্র জানায়, একটি চক্র সরই ইউনিয়নের ক্যয়াজুপাড়া এলাকার একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়া থেকে চোলাই মদ সংগ্রহের পর কোমল পানীয় ইউরো ও স্প্রাইটের বোতল ভর্তি করে পাচার করছে। এমন সংবাদেরভিত্তিতে ক্যয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাশেমের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শুক্রবার রাত ৯টার দিকে সড়কের হাসনাভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় লোহাগাড়া মুখী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ২০০ লিটার (মদ ভর্তি ২০০টি বোতল)সহ তিনজনকে আটক করে পুলিশ।

মদসহ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ