আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এতে আরো দুইজন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের উজানচর বাজারে শনিবার রাত সাড়ে নয়টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাউলের খুদামসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নীলফামারীতে অগ্নিকাণ্ডে ২২ ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। এ ছাড়া পুড়ে গেছে নগদ টাকা, আসবাবসহ অন্যান্য মালামাল।
আজ রোববার (৮ নভেম্বর) সকাল দশটায় বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় অবস্থিত বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ফখরুদ্দিন ভূঁইয়া জানান, গ্যাস লিকেজ থেকে মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা সিমেন্ট কারখানার একটি অংশে আগুন লাগে। প্রতিষ্ঠানের নিজস্ব অগ্নি নির্বাপণ কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এতে ৫ জন দগ্ধ ও দুইজন আহত হন। দগ্ধ পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা হলেন- রাজু সাহার খুদামে থাকা চার হাজার বস্তা চাউল, বলাই সাহার দোকানে তিনশত বস্তা চাউল, বিশ্বজিৎ সাহার পাইকারি মুদি দোকান, শিবু সাহার জুতার দোকান, ৬২ বছর যাবৎ ব্যবসা করেন সন্তুস সাধু পুটলি বাইন্নার দোকান, হাসান মোক্তারের দোকানও আসবাবপত্র সহ প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাজার সূত্রে জানা যায়, রাতে জুতার দোকানের ভিতরে আগুন জ্বলছে দেখে বাজার পাহারাদার আগুন আগুন বলে চিৎকার করে, তার চিৎকার শুনে বাজারের আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।
অপর দিকে গতকাল শনিবার (০৭ নভেম্বর) রাত আটটার দিকে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দালালের বাজার ছোট আলোকমারী গ্রামে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, নারায়ণ চন্দ্রের ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহুর্ত্বে আশপাশ ছড়িয়ে পড়ে। আগুনে ১৩টি বসত ঘর, রান্না ঘর ৫টি ও গোয়াল ঘর ৪টি পুড়ে ছাই হয়। এছাড়া নগদ টাকা ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।
উত্তরা ইপিজেড ফায়ার স্টেশন এর সিনিয়র অফিসার বাদশাহ মাসুদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।
-এটি