আওয়ার ইসলাম: ফ্রান্সে সরকারি পৃষ্টপোষকতায় বহুল সমালোচিত ম্যাগাজিন শার্লি এব্দো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রচারের প্রতিবাদে সিলেটের গোয়াইনঘাট উপজেলার কোওর বাজারে সর্বস্থরের তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
৬ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪ টায় কোওর বাজার প্রাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শার্লি এব্দো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রচার করে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। বাকস্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না।
এতে সভাপতিত্ব করেন দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল মালিক। তিনি বলেন, ফ্রান্সে রাসূল সা. নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করা নতুন নয়, উসমানী খেলাফতের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের শাসনামলেও এমন ঘৃণ্যকর্ম তারা করেছিল এবং শাস্তিও পেয়েছিল। এমন অসভ্য কর্মকাণ্ড বন্ধ না করলে বিশ্বব্যাপী ম্যাঁক্রো সরকারকে বয়কট করা হবে।
বিশ্বের অন্যতম মুসলিমপ্রধান রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সরকারকে এ ঘটনায় ফ্রান্সের প্রতি রাষ্ট্রীয় নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে। এছাড়াও ফ্রান্সের সঙ্গে সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের সব পণ্য এদেশে বয়কটের ঘোষণা দেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
মাওলানা সুহেল আহমদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- মাওলানা ইজ্জত উল্লাহ, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা দিলদার হোসেন, মাওলানা আব্দুল করিম, মাওলানা সুলতান মাহমুদ, রিয়াজুল ইসলাম, ফুজেল আহমদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে কোওর বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধ জনতা।