এম. মিজানুর রহমান
নিজস্ব সংবাদদাতা>
কক্সবাজার চকরিয়ায় কওমি আলেমদের সমন্বয়ে গঠিত তানজীমে আহলে হকের উদ্যোগে ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো কর্তৃক ইসলাম ও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ জোহর চকরিয়া সিস্টেম কমপ্লেক্সের সামনে সংগঠনের যুগ্ম সেক্রেটারি মাও. ছরওয়ার আলম কুতুবী'র সঞ্চালনায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপজেলার সকল কওমি মাদ্রাসার পরিচালক, শিক্ষা পরিচালক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
সমাবেশ পূর্বে চিরিংগা মাদ্রাসার মাঠ হতে আরকান সড়ক হয়ে থানা রাস্তা মাথার মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন আগত বিক্ষুব্ধ জনতা। পরে পার্শ্ববর্তী সিস্টেম কমপ্লেক্সর সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, একজন মানুষের বাক স্বাধীনতা থাকতেই পারে। বাকস্বাধীনতার অর্থ এই নয় যে, ইসলাম ও ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বের দু্ইশ’ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করবে!
-এএ