বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


মহানবি সা. এর অবমাননার প্রতিবাদে জামালপুর ছাত্র জমিয়তের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবি হজরত মুহাম্মদ সা. এর কার্টুন ও ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ জামালপুর জেলা শাখা।

আজ রবিবার (১নভেম্বর) বাদ আছর জামালপুর শহরের দয়াময়ী মোড়ে জেলা সভাপতি মাওলানা জুবায়ের আহমদ এর সভাপতিত্বে জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহদী হাসান এর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে জুবায়ের আহমদ বলেন, ফ্রান্স রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় দেশটির বহুতল ভবনে ইসলামের নবি হজরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশ অবহ্যত রাখার ঘোষণা দিয়ে মুসলিম উম্মাহর প্রতি প্রকাশ্যে বৈরিতা শুরু করেছে। ফ্রান্সের এই জঘন্য পদক্ষেপ বিশ্বের সকল মুসলমানদের অন্তরে আগুন লাগিয়ে দিয়েছে।

তিনি বলেন, নবি মুহাম্মদ সা. শুধু দুইশত কোটি মুসলমানের নবি নন, তিনি পুরো দুনিয়ার নবি। পুরো পৃথিবীর সাতশত কোটি মানুষের নবি হিসেবে তাকে পাঠানো হয়েছে। আজ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ মানবতার নবিকে অবমাননা করে মানবতা বিরোধী কাজ করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্লজ্জের ন্যায় আমরা দেখতে পেলাম ফ্রান্সের পরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পণ্য বর্জনের আহবানকে তুলে নিতে বিশ্ব মুসলমান নেতাদের অনুরোধ করেছেন। অতএব, আমরা বুঝতে পারলাম ফ্রান্সের অর্থনীতিকে এই বর্জনের ডাক আঘাত করেছে। ইতোমধ্যে ফ্রান্সের শেয়ার বাজারে বড় পতন হয়েছে। অর্থনৈতিকভাবে তাদের পঙ্গু করে দেয়ার জন্য ফ্রান্সের সকল পণ্য বয়কট করতে হবে। ফ্রান্স আলজেরিয়াকে ৮৫ বছর শোষণ, নির্যাতন করে পনের লক্ষ মুসলমান শহীদ করেছে। পনের লক্ষ মুসলমানের রক্তের উপর দাঁড়িয়ে বলছি, রাসূলের অবমাননা করে দুনিয়ায় কেউই টিকে থাকতে পারে নাই। এমানুয়েল মাক্রোঁ তুমিও ক্ষমতায় টিকে থাকতে পারবে না, ইনশাআল্লাহ।

বক্তারা আরও বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর সারা বিশ্বের মুসলিম উম্মাহের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যার ফলে বিশ্ব মুসলিম উম্মাহ গর্জে উঠেছে এবং মুসলিম বিশ্বের প্রায় রাষ্ট্র ফ্রান্সের পন্য বয়কট করেছে। পাশাপাশি মুসলিম নেতারা ফ্রান্সের কর্মকাণ্ডের জন্য নিন্দা প্রস্তাব করেছেন। এমন কি রাশিয়ার মত রাষ্ট্রও ফ্রান্স সরকারের সমালোচনা করেছে।

সবশেষে আগামীকালের (২ নভেম্বর) হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর ফ্রান্স দূতাবাস ঘোরাও কর্মসূচি সর্বাত্মকভাবে পালনের আহবান জানিয়ে মানববন্ধন সমাপ্ত করা হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলমগীর উসামা, আব্দুল্লাহ আল মামুন, আলী আকবর, আবু সাঈদ, মাহদী হাসান ইয়ামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ