মুফতি নাজমুুল হাসান।।
কুমিল্লা থেকে>
কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুমিল্লা জেলা যুব উলামা পরিষদের উদ্যোগে ‘জলসায়ে নাতে রাসুল সা.’ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেল আছরের পর শুরু হয়ে মাগরিব পর্যন্ত চলে এ নাতে রাসুল সা. জলসা। এতে রংধনু সাংস্কৃতিক ফোরাম, পারাবার শিল্পীগোষ্ঠীসহ কুমিল্লা নগরীর উল্লেখযোগ্য ইসলামীক শিল্পীরা নাতে রাসূল পরিবেশন করেন৷
যুব উলামা পরিষদের মুখপাত্র মুফতি নাজমুল হাসানের সভাপতিত্বে, মুফতি শরীফ আহমদ আশরাফী ও মাওলানা খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় জলসায় কুমিল্লার বিভিন্ন নবীন আলেমগণ অতিথি বক্তব্য রাখেন৷ এই সময় পরিষদের সমন্বয়কারী মুফতি ইলিয়াস রাজাপুরী, যুগ্ন সমন্বয়কারী হাফেজ মাওলানা তালহা, স্থায়ী কমিটির সদস্য মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা জিয়া উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকেন৷
উদ্বোধনী বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বের জন্য শান্তির দূত৷ তিনি পৃথিবীর জুলুম অত্যাচারের ঘোর অমানিশা কেটে শান্তির পয়গামে ইসলামের স্বচ্ছ সূর্যের উদয় ঘটান৷ তিনি ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ মানব, যার ব্যাপারে অন্যান্য ধর্মালম্বীদেরও স্পষ্ট স্বীকৃতি রয়েছে৷ এমন মহামানবের বিরুদ্ধে প্রাণ সরকার যে ধৃষ্টতা প্রদর্শন করেছে, তাতে শুধু মুসলমান নয় সকল মানুষের অন্তরেই আঘাত লেগেছে৷ তাই ফ্রান্সের সরকার এই অপরাধের কারণে গোটা বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে৷ নতুবা ফ্রান্সের পণ্য বয়কট সহ চলমান আন্দোলন গুলো তীব্র থেকে আরো তীব্রতর হবে৷
-এটি