মাসুদউর রহমান ফকির: ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে নেত্রকোণার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
শনিবার দুর্গাপুর উপজেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটি দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা এ সামাবেশের আয়োজন করে।
এ উপলক্ষে দুর্গাপুর মার্কাজ জামে মসজিদ চত্তর থেকে সর্বস্তরের অংশগ্রহনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মার্কাজ ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটির আয়োজনে মাওলানা দেলোয়ার হোসেন মউ মাদ্রাসা, মুফতি আব্দুল্লাহ, লক্ষীপুর মাদ্রাসা, মুফতি আঃ কাদির কাচারী মাদ্রাসা, মুফতি আশরাফ কাশেমী, মারকাজ মাদ্রাসা, মাওলানা মুজিবুর রহমান, ডাকুমারা, মাাওলানা সিরাজুল হক লেংগুড়া, মাওলানা নূরুদ্দীন, বিলাশপুর, মাওলানা হাবিবুর রহমান, ছাওতুল হেরা মাদ্রাসা, মাওলানা আবদুর রব তেরী বাজার, মুফদি ফয়জুল্লাহ কলমাকান্দা, হাফেজ আবদুল কাদির নাজিরপুর, হাফেজ রুহুল আমীন সিরাজী কাপাসাটিয়া এবং পরিচালনা করেন মুফতি মামুনূর রশীদ, মুফতি হাবিবুর রহমান, মাওলানা আবদুল জলিল, হাফেজ মোস্তফা।
বিশ্ব নবির অপমান-সইবে না আর মুসলমান এ প্রতিপাদ্যে দুই পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে আল্লামা আব্দুল আজিজ, শায়খে লক্ষীপুরী ও ২য় পর্বে জামিয়া শাহিদিয়া এমদাদিয়া এর প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা জিয়া উদ্দিনকে মধ্যমণি রেখে অনুষ্ঠানদ্বয় পরিচালিত হয়। বক্তারা হুজুর সা. কে নিয়ে ব্যঙ্গ করায় তীব্র প্রতিবাদ করেন এবং ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দেন।
এদিকে এদিন বাদ জোহর ঠাকুরাকোনা মাজহারুল উলুম মাদরাসা প্রাঙ্গন থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করে সীরাতুন্নবী (সাঃ)। মিছিলে ধর্মপ্রাণ তৌহিদী জনতাও স্বতঃষ্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কদম দেইলী তিন রাস্তার মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা এ ন্যক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ফ্রান্সের পণ্য বর্জনের আহবান জানিয়ে বক্তব্য রাখেন মাজহারুল উলুম মাদরাসার মুহ্তামিম মাওলানা মাহবুব হোসেন, মাও. আবুল কালাম, মাও. আলী আহম্মেদ, মৌলভী কমর উদ্দিন, মাও. আসাদুর রহমান আকন্দ, ড. জসিম উদ্দিন খান, নেত্রকোনা জেলা খেলাফত যুব আন্দোলনের আমীর গাজী আব্দুর রহিম, মাও. রুহুল আমীন, ঠাকুরাকোনা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও মাওঃ আব্দুস সালাম।
পরে মুসলিম উম্মাহ্র ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ করা হয়েছে।
অন্যদিকে বারহাট্টা উপজেলায় ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৌহিদি জনতার ব্যানারে উপজেলার ধর্মপ্রাণ মুসলমান নেতৃবৃন্দ এই মিছিলের আয়োজন করেন।
শনিবার বাদ-জোহর উপজেলার সকল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লি মিছিলে যোগ দেন। এ সময় তারা “বিশ্ব নবী’র অপমান, সইবেনারে মুসলমান” শ্লোগান দেয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
হাফেজ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাইনুল হক কাসেম, বারহাট্টা হাফিজিয়া দারুল উলুম মুহিউসসুন্নাহ মাদরাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ্ব মাওলানা মুফতি আনোয়ার হোসেন, হাফেজ জসিম উদ্দিন প্রমুখ।
-এটি