বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


বিশ্বনবি সা. কে অবমাননা: ময়মনসিংহে হেফাজতে ইসলামের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ফরাসি সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর বিরুদ্ধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় হেফাজতে ইসলামের ব্যানারে, ইত্তেফাকুল উলামার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩০অক্টোবর) বাদ জুমা, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ্ ইসলামপুরের মুহাদ্দিস মুফতি শফিকুল ইসলাম হামিদীর সঞ্চালনায় ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা নূরুল আলম, সাধারণ সম্পাদক মাওলানা উবাইদুল্লাহ্, মাওলানা হাবিবুল্লাহ্, মুফতি কাউসার হাসান প্রমুখ। এছাড়াও ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ এসময় উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মহানবী সা. প্রত্যেক মুসলমানের প্রাণের চেয়েও প্রিয়। ফ্রান্স সরকার সেই নবির ব্যঙ্গকার্টুন প্রদর্শন করে বিশ্বের সমস্ত মুসলমানদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা সকল মুসলমানদের কাছে উদাত্ত আহবান রাখবো, আপনারা ফ্রান্সে তৈরিকৃত সকল প্রকার পণ্য বর্জন করুন। কোন মুসলিম দেশ ফ্রান্সের সাথে কোন সম্পর্ক রাখতে পারেনা। অতএব সরকারের কাছে আহবান আপনি তাদের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করুন।

এর আগে বাদ জুমা ঈশ্বরগঞ্জ মারকাজ মসজিদ থেকে একটি বৃহৎ মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ