বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


ক্রাইম পেট্রোল দেখেই সাতক্ষীরায় ৪ জনকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিবাহ বিচ্ছেদ আর বেকারত্ব নিয়ে ১১ মাস ধরে ছিলেন বিপর্যস্ত। তার ওপর ভাই-ভাবিও করতেন অপমান-অপদস্ত। পরে পরিত্রাণের পথ হিসেবে ভারতীয় টিভি চ্যানেলে ক্রাইম পেট্রোল দেখে করেন তাদের হত্যার পরিকল্পনা।

শাহিনুর-সাবিনাকে হত্যার দৃশ্য দেখে ফেলায় প্রাণ দিতে হয় তাদের শিশু সন্তানকেও। আদালতে দায় স্বীকার করে দেয়া জবানবন্দিতে এসব কথা জানিয়েছে সাতক্ষীরার ৪ খুন মামলার একমাত্র আসামি রাহানুর।

গত ১৫ অক্টোবর সাতক্ষীরার কলারোয়ায় হত্যা করা হয় মাছ ব্যবসায়ী শাহিনুর, তার স্ত্রী ও দুই সন্তানকে। চার মাসের আরেক শিশুর কান্নায় দরোজা কুলে সে হত্যাকাণ্ডের প্রথম প্রত্যক্ষদর্শী ছোট ভাই রাহানুর।

পরে শাহিনুরের শাশুড়ি মামলা করলে গুরুত্ব বিবেচনায় তা হস্তান্তর করা হয় সিআইডিতে। পুলিশকে খবর দেয়া রাহানুরকেই জড়িত সন্দেহে করা হয় আটক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার না করায়, নেয়া হয় রিমান্ডে। এসয় তার স্বীকারোিক্ত মেলায় হত্যায় ব্যবহৃত চাপাতি ও পোশাক উদ্ধার করে হয় ফরেনসিক টেষ্ট। এতেই প্রমাণ হয় রাহানুরের সম্পৃক্ত থাকার বিষয়টি।

রাহানুর আরও জানায়, স্ত্রী চলে যাওয়ার পর বেকার হয়ে পড়ে সে। তখন ভরনপোষণ চালাতের বড় ভাই শাহিনুর। সে কারণে তাকে হতে হয়েছে অপমান-অপদস্তও। এই মানসিক নির্যাতন থেকে বাঁচতেই ক্রাইম পেট্রোল দেখে ভাই-ভাবির ওপর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে সে। হত্যার পর সুকৌশলে চাপাতি ফেলে দেয় দূরের ডোবায়। সন্দেহ এড়াতে নিজেকে করে সাফ-সুতরো। এ ধরনের অপরাধ থেকে বাঁচতে ক্রাইম পেট্রোলের মতো অনুষ্ঠান দেখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সিআইডি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ