এম. মিজানুর রহমান
লামা বান্দরবান>
বান্দরবানের লামা উপজেলায় ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুবান্ধব আসবাব সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইউএসএইড অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ও গ্রীন হিল রাঙ্গামাটি’র যৌথ উদ্যোগে আশ্রয় কেন্দ্র প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় আসবাব সামগ্রী বিতরণ করা হয়েছে।
আসবাব সামগ্রী মধ্যে রয়েছে- ১২২ জোড়া শিশু বান্ধব বেঞ্চ, ৩৩টি টেবিল, ৩৩টি চেয়ার ও ৭টি আলমারি। বিদ্যালয়গুলো হচ্ছে- কলিঙ্গাবিল, সাবেক বিলছড়ি, ইয়াংছা হেডম্যান পাড়া, সিপাহী হাবিবুর রহমান, দরদরি পাড়া, বটতলী পাড়া ও চিউবতলী এন আই চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সেভ দ্য চিলল্ড্রেন এর প্রকল্প ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামন বলেন, ইউএসএআইডি’র অর্থায়নে সেভ দ্যা চিলড্রেন ও গ্রীন হিল লামা উপজেলায় সাতটি সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো সংস্কার, শিক্ষা পরিবেশ উন্নয়ন এবং দুর্যোগ প্রস্তুতি সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।
‘বিদ্যালয়গুলোর শ্রেণীকক্ষের পরিবেশ উন্নয়নে লক্ষে শিশু বান্ধব চেয়ার, টেবিল, বেঞ্চ বিতরণ করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের ফুলের বাগান সৃজন, শ্রেণিকক্ষে শিশুদের জন্য বিভিন্ন বিষয়ে সচেতন বার্তা, দেয়ালে চিত্র অংকন, ৫ম শ্রেণীর ছাত্রীদের ডিকনিটি কিট্স প্রদান করা হবে।’
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মুহা. মোস্তফা জামাল, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহা. রেজা রশিদ, পৌর মেয়র মুহা. জহিরুল ইসলাম, শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী প্রমূখ।
-এএ