বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


টেকনাফে সওতুল হেরা সোসাইটির উদ্যোগে ২ ধাপে মাক্স বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি>

সামাজিক উন্নয়নমূলক সংগঠন 'সওতুল হেরা সোসাইটি'র উদ্যোগে টেকনাফ উপজেলা নিবার্হী অফিসারের সহযোগিতায়  স্বাস্থসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেস মাক্স বিতরণ হয়েছে।

রোববার (৪ অক্টোবর) টেকনাফ আলিয়াবাদস্থ শাপলা চত্বর মোড়ে চলমান করোনা ভাইরাস সচেতনমূলক ক্যাম্পেইন, পথচারী ও গাড়ির ড্রাইভারসহ বিভিন্ন পেশাজীবীর মাঝে সংগঠনের উদ্যোগে ২য় ধাপে প্রায় অর্ধ হাজার মাক্স বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাইফ, বিশেষ অতিথি ছিলেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, টেকনাফ নিউজ সম্পাদক সাইফুল ইসলাম সাইফী ।

আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, সহ-সভাপতি মাও. সৈয়দ আলম, সাধারণ সম্পাদক মাও. ইব্রাহিম রাহি, সাংগঠনিক সম্পাদক মাও. ইকবাল আজিজ, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল করিম ও মাও. ইসমাইল, মাও. আশরাফ আলী, মাও. হেলাল মাও. শাহেদ প্রমুখ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, করোনা মহামারী থেকে বাঁচতে বাংলাদেশ সরকারসহ অসংখ্য সামাজিক সংগঠন জনসচেতনমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় উপজেলার সামাজিক সংগঠন সওতুল হেরাও পিছিয়ে নেই । সামাজিক বিভিন্ন কাজে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। আমি এই স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ দেখে বিমোহিত হয়েছি। সংগঠন ও সংশ্লিষ্টদের সার্বিক অগ্রগতি কামনা করছি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ