বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিকে বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করায় মজলিসে আমেলাকে মোবারকবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা: আ:হান্নান মানছুর।।
রামগড়, খাগড়াছড়ি>

কওমী মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করায় বেফাকের মজলিসে আমেলার সদস্যদের খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদর পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন অত্র সংগঠনের সাধারন সম্পাদক মুফতী রবিউল ইসলাম শামীম বিবৃতিতে তিনি বলেন, আল্লামা মাহমুদুল হাসান যোগ্য ও নিষ্ঠাবান আলেমেদ্বীন তিনি কখনো বাতিলের সাথে আপোষ করেননি, তিনি বেফাকের চলমান সংকট ও যাবতীয় সমস্যার অতি দ্রুত সমাধান করে বেফাককে যাবতীয় সমস্যা মুক্ত করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

আজ শনিবার (৩ অক্টোবর) বেফাকের পূর্ব নির্ধারিত আমেলা মিটিংয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন। বেফাকের ভারপ্রাপ্ত সভাপতির সাথে সাথে তিনি গঠনতন্ত্র অনুসারে ক্বওমী মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের পরীক্ষা নেওয়ার জন্য গঠিত সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল ক্বওমীয়ার চেয়ারম্যান নির্বাচিত হবেন। বেফাকের প্রধানই হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান হবেন। গঠনতন্ত্রে এমনটাই রয়েছে।

পরবর্তিতে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ সভাপতি নির্বাচনের বিষয়টি সম্পন্ন করা হবে বলেও জানিয়েছে বেফাকের একটি সূত্র। তবে কবে নাগাদ শুরা সদস্যদের উপস্থিতি কাউন্সিল ডাকা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

এছাড়াও সভাপতি হিসেবে আল্লামা নূর হোসাইন কাসেমী ও নামও প্রস্তাবনায় এসেছিলো। কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ গঠনতন্ত্রের নিয়ম কানুনের বিভিন্ন জটিলতায় তারা নির্বাচিত হতে পারেননি। এছাড়াও আমেলা সদস্যদের সমর্থনও একটি বিষয় ছিলো।

তবে বেফাকের সার্বিক উন্নতি ও বিভিন্ন অনিয়ম বিষয়ে সবাই মিলে সুষ্ঠু সমাধান করার অঙ্গিকার ব্যক্ত করেছেন আমেলা মিটিংয়ে। ভারপ্রাপ্ত সভাপতিকেও সবাই সার্বিক সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ