বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের ‘ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’ আবারো হাসনাতকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’

এবারও বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় নুরুল কুরআন মাদরাসার সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদাসিরিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের ৪৩ তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে হিফজ বিভাগে কৃতিত্বপুর্ণ ফলাফল অর্জন করেছে মৌলভীবাজার জেলার ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান সদর উপজেলার শ্রীরাইনগরে অবস্থিত নূরুল কুরআন মাদরাসা মৌলভীবাজার।

এবারের বেফাকের ৪৩তম কেন্দ্রীয় পরিক্ষায় অংশগ্রহণ করে ৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন মুমতায (A+) সহ ২জন ছাত্র মেধাতালিকায় ২য় স্থান ও একজন জায়্যিদ জিদ্দান পেয়ে কৃতকার্য হয়েছে।

ফলাফল প্রতিক্রিয়ায় সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল মহান রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করে শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানান, বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা মেহনত করে এ আশাতীত ফলাফল অর্জনে সক্ষম হয়েছে তাদের শুকরিয়া আদায় করেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

তিনি বলেন, আগামী দিনগুলোতেও অতিতের ন্যায় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ, দেশবাসীর সসহযোগীতা ও দোয়া চাই।

উল্লেখ্য, মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে নুরুল কুরআনের ছাত্ররা মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে আসছে,নুরুল কুরআন মাদরাসা সফলতার ৪র্থ বর্ষে পদার্পণ করল।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের হিফযুল কুরআন ও ইলমুত তাজবীদ মারহালার ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার ফলাফলের সকল তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইট https://wifaqresult.com/ তে পাওয়া যাবে।

এবার ৪৩তম কেন্দ্রীয় এ পরীক্ষার গড় পাশের হার ৯১.৯৫ %, মেধা প্রাপ্ত ৫৫৮ জন। হিফযুল কুরআন মারহালায় মােট পরীক্ষার্থী ২২ হাজার ৮৭৬ ৬৫ জন অংশগ্রহণ করে। স্টার মার্ক পেয়েছে ৫ হাজার ৮৬২ জন। মােট উত্তীর্ণ পরীক্ষার্থী ১৩১২৭ জন। অনুপস্থিত ৯৮২২ জন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ