মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>
আগামী ২০২১ সালের ডিসেম্বরের দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা রেল চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুহা. নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ পরিদর্শন উপলক্ষে ঢাকা-মাওয়া মহাসড়কে ব্রামনকান্দা বাসষ্ট্যান্ডে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।
রেলমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, আগামী ২০২১সালের ডিসেম্বরের দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা রেল চলাচল চালু হবে। ইনশা-আল্লাহ।
তিনি বলেন, পদ্মা সেতু যেদিন চালু হবে সেদিনই ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু করবে এবং ২০২৪ সালের মধ্যে ঢাকা থেকে মাওয়া হয়ে যশোর পর্যন্ত রেল চলবে।
অনুষ্ঠান ও পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান, ভাঙ্গা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুর রহমান খান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. শফিকুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মুহা. সালেহ আহমেদ, রেলপথ উন্নয়ন প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ও চীনা ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তাগণ প্রমুখ।
উল্লখ্য, রেলমন্ত্রী মুহা. নুরুল ইসলাম সুজন পদ্মাসেতু রেল সংযোগ উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনের অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গায় আগমন করেন।
-এএ