আওয়ার ইসলাম: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের ধাক্কায় মাছধরা ট্রলার উল্টে দুই জেলের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে দুই জেলের লাশ ভাসানচর এলাকার মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়।
নিহত জেলেরা হলেন- হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের চরকৈলাশ গ্রামের মো. রহমত উল্লার ছেলে মো. ইনসাফ (১৬) ও চরঈশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. ফারুখের ছেলে রাজিব (১২)।
এলাকাবাসী জানায়, প্রতিদিনের ন্যায় চরঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি মাছ ধারার জন্য মেঘনা নদীতে যায়। নদীতে হঠাৎ দমকা হাওয়ায় প্রবল ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি উল্টে যায়। এ সময় ট্রলারে থাকা আট মাঝি মাল্লাকে অন্য ট্রলার উদ্ধার করতে পারলেও দুই জেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসানচর এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় এই দুইজনের লাশ উদ্ধার করে জেলেরা।
হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
-এএ