বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের ‘ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’ আবারো হাসনাতকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’

শাইখুল ইসলামের আদর্শ বাস্তবায়নে আমরাও আলেমদের সঙ্গে থাকব: সাভার পৌর মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী।।
স্পেশাল করেসপন্ডেন্ট>

সাভার উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে সাভার পৌরসভার মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গনি বলেছেন, আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি উপমহাদেশের অন্যতম একজন বড় আলেম। তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শকে জীবিত রাখার মাধ্যমে আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি।

বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের মুরুব্বী ছিলেন তিনি। ধর্মপ্রাণ মুসলমানদের অভিভাবকও ছিলেন তিনি। সুতরাং তার আদর্শ বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরামের সাথে সাথে আমরাও কাজ করব ইনশাআল্লাহ। বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।

আজ (২৫ সেপ্টেম্বর ২০) সাভারের জাতীয় অন্ধ সংস্থা কল্যাণ জামে মসজিদ প্রাঙ্গণে ওলামায়ে কেরামদের মিলনমেলায় এ সব কথা বলেন, আলহাজ্ব আব্দুল গনি।

ঢাকা জেলার শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম দলমত নির্বিশেষে ওলামা পরিষদের প্রোগ্রামে যোগদান করে আল্লামা আহমদ শফীর স্মৃতিচারণ করেন ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে। অশ্রুসিক্ত নয়নে সাইখুল ইসলামের কথা স্মরণ করেন তারা।

এতে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, ইতিহাদুল ওলামা সাভার উপজেলার কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, মুফতি আলী আজম, মুফতি রফিকুল ইসলাম সরদার, মুফতি খন্দকার কাওসার হোসাইন, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি সুলতান মাহমুদ, মুফতি আলী আকরামসহ স্থানীয় ওলামায়ে কেরাম।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ