আলি যুবায়ের খান: ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের খড়িয়া নদীর ঘাটপাড় ব্রিজের গোঁড়ায় মাটি সড়ে গিয়ে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ৮/১০গ্রামের মানুষ। এছাড়া খড়িয়া ঘাট হতে দ্বারাকপুর বাজার পর্যন্ত ৩ কি:মি: রাস্তারও বেহাল অবস্থা।
ভাইটকান্দি দক্ষিণ পাড়া, খড়িয়া ঘাটপাড়, দারাকপুর উত্তরপাড়া, চরবাহাদুরপুর,রামভদ্রপুর,বাহাদুরপুর সহ আশপাশে অন্যান্য গ্রামের সাধারণ মানুষ,স্কুল -কলেজের শিক্ষার্থী, চাকুরীজীবী, কৃষকসহ সকলেই চরম দূর্ভোগের শিকার।
দ্বারাকপুর গ্রামের আবুল কালাম বলেন, পাঁকা রাস্তা নির্মাণ না হওয়ায় এই এলাকার মানুষ উপজেলা সদরের সাথে সারাসরি যোগাযোগ করতে পারছে না। একই গ্রামের সাখাওয়াত হোসেন বলেন,'এইটুকু রাস্তা পার হতে অনেক কস্ট করতে হচ্ছে '।
এ বিষয়ে ৩নং ভাইটকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ বলেন, ৩ কি:মি: কাঁচা রাস্তা পাকাকরণের জন্য কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এছাড়া ব্রিজের দুইপাশে নিজের অর্থায়নে ৫০/৬০হাজার টাকার মাটি কেটে গর্ত মেরামত করা হয়েছিলো।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন,'জায়গাটা ভিজিট করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য উপজেলা ইঞ্জিনিয়ারকে বলে দিচ্ছি '।
-এএ