ইকবাল আজিজ,
টেকনাফ থেকে>
সওতুল হেরা সোসাইটি টেকনাফ এর উদ্যোগে শাইখুল হাদীস আল্লামা শাহ আহমদ শফী রহ. এর স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার টেকনাফ পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুপুর ২টা থেকে আল জামিয়া আল ইসলামিয়া টেকনাফ এর প্রধান পরিচালক ও শাইখুল হাদীস আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফীক এর সভাপতিত্বে ইব্রাহীম রাহীর সঞ্চালনায় কারী রফিক সাঈদীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এর আগে টেকনাফের বিভিন্ন মাদরাসায় আল্লামা আহমদ শফী রহ. সহ সকল মুরব্বীদের মাগফিরাত কামনায় খতমে কোরআন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবরাং দারুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা নুর আহমদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা উলামা পরিষদের সভাপতি মাও. মাহবুবুর রহমান মোজাহেরী, প্যানেল মেয়র টেকনাফ মাও. মুজিবুর রহমান, মাও. মুনির আহমদ, মাও. শফিউল্লাহ, মাও. ইসহাক, সাংবাদিক তাহের নাঈমসহ টেকনাফের বিভিন্ন মাদরাসার প্রধান ও শিক্ষকবৃন্দ।
তে বক্তব্য রাখেন, মুফতি কিফায়তুল্লাহ শফীক, আল্লামা নুর আহমদ, মাও. মাহবুবুর রহমান মোজাহেরী, প্যানেল মেয়র মুজিবুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী, মাও. মুনির আহমদ, মাও. সৈয়দ আলী, মাও. উসমান গনি প্রমুখ ।
বক্তারা আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ১০৪ বছরের দীর্ঘ জিবনের বিভিন্ন দিক তোলে ধরেন। উক্ত মাহফিলে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-ছাত্র ও ভক্তরা স্বরচিত বাংলা ও উর্দু কবিতা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তব্য শেষে শাহ আহমদ শফী রহ. ও শাহ তৈয়ব রহ. সহ সকল মুসলিম নর-নারীর এবং দেশের পরিস্থিতির কল্যাণে মুফতি কিফায়তুল্লাহ শফীকের মুনাজাতের মাধ্যমে শেষ ঘোষণা হয়।
-এটি