বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের

কক্সবাজারে ৮ ওসিসহ ৩৪ পরিদর্শককে একযোগে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ আটজনের পর এবার কক্সবাজার জেলার আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। বদলি হওয়া সব পরিদর্শককে চট্টগ্রাম রেঞ্জ ছাড়া অন্য রেঞ্জে বদলি করা হয়েছে।

বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জুকে সিলেট রেঞ্জে, টেকনাফের থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম এস দোহাকে খুলনা রেঞ্জে, মহেশখালী থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদৌসকে বরিশাল রেঞ্জে, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদারকে বরিশাল রেঞ্জে, চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমানকে খুলনা রেঞ্জে, রামু থানার ওসি মো. আবুল খায়েরকে রাজশাহী রেঞ্জে, পেকুয়া থানার ওসি মোহাম্মদ কামরুল আজমকে রংপুর রেঞ্জে, কুতুবদিয়া থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরীকে খুলনা রেঞ্জে, সদর থানার ওসির দায়িত্বে থাকা কর্মকর্তা মো. মাসুম খানকে খুলনা রেঞ্জে ও ডিএসবির ওসি (ডিআই-১) মো. আলী আরশাদকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।

টেকনাফ থানার রফিকুল ইসলাম খান, মো. মঈন উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. আবুল মনসুর, মো. আনিছুর রহমান, মো. ফজলুল আলম, রূপল চন্দ্র দাস (বিপিএ, সারদায় সংযুক্ত) ও মো. একরামুল হককে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।

কক্সবাজার কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস, এস এম মিজানুর রহমান, আমিনুল ইসলাম ও মোহাম্মদ ইয়াছিনকে সিলেট মহানগর পুলিশে (এসএমপি) এবং শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ, মো. বদরুল আলম তালুকদার ও খোরশেদ আলমকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।

এসএম আতিক উল্লাহকে ঢাকা রেঞ্জে, রোমেল বড়ুয়া ও মিজানুর রহমানকে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), মোহাম্মদ আরিফ ইকবাল ও মোহাম্মদ আসাদুজ্জামানকে রাজশাহী রেঞ্জে, মোহাম্মদ আমিরুল ইসলামকে রংপুর রেঞ্জে, মানস বড়ুয়াকে ময়মনসিংহ রেঞ্জে ও মো. হাবিবুর রহমান খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

এই ৩৪ পুলিশ কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নম্বর- ১৭.০০.০০০০.০৩৫.১৯.১৩৩.১৫.৯৪ এর সম্মতিক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে বদলি করা হয়েছে। একই সঙ্গে আদেশে আরো বলা হয়েছে, পুলিশ পরিদর্শকরা বদলিকৃত ইউনিটে যোগদানের জন্য আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন।

তাঁরা আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় ঢাকায় রাজারবাগে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুরো পোশাকে বিফ্রিংয়ে উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট ইউনিট প্রধানরা বিষয়টি নিশ্চিত করবেন।

গত ২১ সেপ্টেম্বর কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেনসহ জেলা পুলিশের শীর্ষস্থানীয় সাত কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়। এর আগে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ হাসানুজ্জামান গতকাল বুধবার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, পুলিশ পরিদর্শকের পর জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শকদেরও (এএসআই) বদলি করা হবে। কনস্টেবলদেরও বদলির আওতায় আনা হবে। ডিআইজি জানান, কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিনড্রাইভ রোডে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের পর থেকে কক্সবাজার জেলা পুলিশে ব্যাপক রদবদল হচ্ছে। এর আগে জেলা পুলিশে এ রকম একযোগে বদলির নজির নেই।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ