বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের

গওহরডাঙ্গায় তাকমিল পরীক্ষার প্রধান নেগরানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: কওমি মাদরাসার তাকমিল জামাতের কেন্দ্রীয় পরীক্ষা চলাকালে দারুল উলূম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা, গোপালগঞ্জ মারকাযের প্রধান নেগরান মাওলানা শিহাবুদ্দিন আশরাফ ইন্তেকাল করেছেন। তিনি চরমোনাই জামেয়া রশীদিয়ায় শাইখুল হাদীস।

আজ শনিবার ১০টা ৪৫ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

খাদেমুল ইসলাম বাংলাদেশের প্রচার সচিব মুফতি মুহাম্মদ তাসনিম আওয়ার ইসলামকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল দুপুরে মাওলানা শিহাবুদ্দিন আশরাফ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে টঙ্গীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরবর্তিতে গোপালগঞ্জ সদর হাসপাতালে তার ইসিজি করা হয়। আজ সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মাওলানা শিহাবুদ্দিন আশরাফ লাশ বরিশালের চরমোনাই জামেয়া রশীদিয়া মাদরাসায় পাঠানো হয়েছে। আজ আছরের পর জামিয়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এদিকে, মাওলানা শিহাবুদ্দিন আশরাফের ইন্তেকালে আল হাইআতুল উলয়ার নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। আল্লাহ তায়ালা তাকে মাগফিরাত দান করুন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করুন। তার শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামীল এখতিয়ারের তাওফিক দান করুন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ