আওয়ার ইসলাম: চাল ব্যবসায়ীর বাড়ি থেকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ২৮ বস্তা ভিজিডির চাল জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের চাল ব্যবসায়ী মকছেদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ওই চালগুলো জব্দ করা হয়।
জানা যায়, যুবলীগ কর্মী কামরুজ্জামানের বাবা মোকসেদ আলী ও তার সহযোগী আবু বক্কর সিদ্দিক সুবিধাভোগীদের কাছ থেকে কম দামে ভিজিডির চাল কিনে বাড়িতে মজুত করে রাখেন। খবর পেয়ে সহকারী কমিশনার নুরুল ইসলাম পুলিশ নিয়ে তল্লাশি চালিয়ে ৩০ কেজি ওজনের সরকারি ১৫ বস্তা ও প্লাস্টিকের ১৩ বস্তা ভিজিডির চাল জব্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বর্ষণ গ্রামের মকছেদ আলীর বাড়ি তল্লাশি চালিয়ে ২৮ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় দুইজনের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।
-এএ