বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের ‘ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’ আবারো হাসনাতকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে মামলার হাজিরা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে। মঙ্গলবার (১৫ সে‌প্টেম্বর) সকালে ফরিদপুর-সালথা সড়কে ফরিদপুর সদরের বদরপুর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত নুর আলম মোল্লা (৩৫) ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিসপু‌টি গ্রামের রতন মোল্লার ছেলে। পেশায় কৃষক নুর আলমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দূর্ঘটনায় আহত অপর দুই ব্যক্তি মাঝারদিয়া ইউনিয়নের খলিসপু‌টি গ্রামের শাহ আলম মোল্লা (৩৯) ও মুহা. শরিফুল (৩৭)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকালে সোনাপুর বাজার থেকে মা‌হিন্দ্র যোগে ফ‌রিদপু‌র কোর্টে হা‌জিরা দিতে যা‌চ্ছিল নুরআলমসহ বেশ কয়েকজন, ফরিদপুর সদর থানার বদরপুর বাজারের আগে গোলজারের দোকানের সামনে পৌছলে তাদের মা‌হিন্দ্র‌টি দূর্ঘটনার শিকার হয়।

সেখানে একটি কাভার্টভ্যান দা‌ঁড়িয়ে মাল আনলোড কর‌ছিল এবং অপর‌দিক থেকে এক‌টি ট্রাক আসায় রাস্তা আটকে যায়। সেখানে দ্রুত গ‌তির মা‌হি‌ন্দ্রটি দূর্ঘটনার কবলে পরে রাস্তা ও পাশের দোকানের সামনে দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হয় নুর আলম, শাহআলম ও শ‌রিফুল। নুর আলম‌সহ অপর দুজন‌কে দ্রুত ফ‌রিদপুর মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চি‌কিৎসক নুর আলমকে মৃত ঘোষনা করে।

এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালী থানার ওসি জনাব মুহা. মোরশেদ আলম। তিনি বলেন, থ্রি-হুইলার মাহিন্দ্রতে করে সালথা থেকে একটি মামলায় হাজিরা দিতে ফরিদপুরে যাচ্ছিলেন নূর আলমসহ একই গ্রামের কয়েকজন। সালথা-ফরিদপুর সড়কে বদরপুর এলাকায় ওই মাহেন্দ্রকে সামনের দিক থেকে একটি ট্রাক আঘাত করলে মাহেন্দ্রটি সড়কের উপর দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত হন দুই জন। আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ