মুহা. জাকারিয়া মাসুদ
সিংড়া (নাটোর) প্রতিনিধি>
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা ব্যাপি ১ লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে নাটেরের সিংড়ায় একহাজার ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে পৌর এলাকার মসজিদের ইমাম, আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহা. আব্দুর রউফ। প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব মুহা. জান্নাতুল ফেরদাউস, মেয়র সিংড়া পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমীন, ধর্ম বিষয়ক সম্পাদক, সিংড়া উপজেলা আওয়ামী লীগ।
সভায় মাওলানা রুহুল আমীন বলেন, আলহাজ্ব এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির উপজেলা ব্যাপি ১লক্ষ গাছ লাগানোর কর্মসূচী বাস্তবায়নে ইতোমধ্যে টার্গেট পূর্ণ হয়েছে। তারপরও যারা গাছ লাগাতে আগ্রহী তাদেরকে আরও চারা দেয়া হচ্ছে।
ইমামদের সমাজে ব্যাপক গুরুত্ব রয়েছে। ইসলাম গাছ লাগানোর ব্যাপারে যে নির্দেশনা দেয় তা উল্লেখ করে সমাজে পরিবেশ রক্ষায় প্রত্যক্ষভাবে কাজ করতে আহ্বান জানান তিনি। আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলার প্রতিটি মসজিদে গাছ লাগানোর জন্য আরও পাঁচ হাজার চারা বরাদ্দ দেন তিনি।
সবশেষে উপজেলা কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সালামের দোয়ার মাধ্যমে শেষ করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারন কেয়ারটেকার আলহাজ্ব মুহা. আশরাফুল ইসলাম , মাওলানা সিরাজুল ইসলাম এবং পৌর ওলামা লীগের সভাপতি আলহাজ্ব হাফেজ ইদরিস আলী সুমন প্রমুখ।
-এএ