আওয়ার ইসলাম: ভোলার তজুমদ্দিন থানাধীন ঐতিহ্যবাহী প্রাচীন দীনী শিক্ষাপ্রতিষ্ঠান জামিআ হোসাইনিয়া মদিনাতুল উলুম তজুমদ্দিনের দরসে বুখারির সবক আজ রোববার আছরের নামাজের পর অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে দাওরায়ে হাদিসের সর্বোচ্চ গ্রন্থ বুখারি শরিফের প্রথম হাদিসের দরস প্রদান করেন বাংলাদেশ আহলুস্ সুন্নাহ ওয়াল জামাতের নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
জামিআ হোসাইনিয়ার সদরুল মুদাররিসীন আলহাজ মাওলানা গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও জামিআর প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দীন মাওলানা মুসলেহুদ্দীন ইসলামপুরি ও আলেম লেখক মুফতি যুবাইর মাহমুদের যৌথ সঞ্চালনায় ইফতেতাহে দরসে বুখারিতে উপস্থিত ছিলেন ভোলা জেলা আঞ্চলিক কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি আল্লামা আনাসসহ ভোলার শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ।
উল্লেখ্য, ১৯৫৮ ঈসাব্দে প্রতিষ্ঠিত এ মাদরাসাটি দীর্ঘদিন মেশকাত জামাত পর্যন্ত চালু ছিল। চলতি বছর এতে দরসে নেজামির সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস (মাস্টার্স) চালু করা হয়।
-এটি