বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের ‘ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’ আবারো হাসনাতকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’

ফরিদপুরের কানাইপুরে অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ছাইবাড়িয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত দিলিপ জানান, শনিবার গভীর রাতে হঠাৎ প্রতিবেশী নাসিরের ডাক শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে আগুন জ্বলছে। পরে প্রতিবেশীদের নিয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি কিন্তু এরই মধ্যে গোয়াল ঘর পুড়ে যায়। এ সময় খামারে থাকা ছয়টি গরু আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। যার মধ্যে দুইটি বিদেশি দুধেল গাভী ছিল।

এছাড়া গোয়াল ঘরে মৌসুম ফসল পেঁয়াজ, ধান ও পাট রাখা ছিল, সেগুলোও পুড়ে ছাই হয়। ক্ষতির পরিমাণ প্রায় ১০লক্ষ টাকা। সব হারিয়ে আমি এখন পথে বসে গেছি।

এদিকে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মুহা. মাসুম রেজা স্থানীয় লোকজনের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে ওই পরিবারের জন্য ১ মাসের পুষ্টিকর খাদ্য, চাল, ডাল, নুডুলসসহ অন্যান্য সামগ্রী নিয়ে রাতের অন্ধকারে ছুটে এসেছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে।

তিনি ক্ষতিগ্রস্ত খামার পরিদর্শন করে তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। আগুনে পুড়ে আহত একটা গরুর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতসহ নতুন ঘর নির্মাণ করার ও প্রতিশ্রুতি দেন।

খুব তাড়াতাড়ি তাদেরকে নতুন ঘর নির্মাণসহ পুনরায় গবাদিপশুর ব্যবস্থা ও ক্ষতিগ্রস্তদের ব্যক্তিগতভাবে সার্বক্ষণিক খোঁজ খবর নিবেন বলেও জানান ইউএনও মাসুম রেজা। পাশাপাশি সদর উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. নুরুন্নাহার বেগম, ইউপি সদস্য মুহা. নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন তরুছায়া ফাউন্ডেশনের সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ