বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের ‘ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’ আবারো হাসনাতকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’

‘আর্ত সামাজিক কর্মকাণ্ডে মজলিস কর্মীদের বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.এম আতিকুর রহমান
বড়লেখা (মৌলভীবাজার) থেকে:

মজলুম মুসতাদআফিন মানুষের আহাজারিতে আজ বাতাস ভারি হয়ে উঠেছে। করোনাকালীন কর্মহীন গণমানুষের আয়ের উৎস বন্ধ হয়ে দিশেহারা জাতি। কঠিন এ পরিস্থিতিতে অসহায় মজলুম মানুষের মুক্তির লক্ষে খেলাফত মজলিসের কর্মীদের আর্ত সামাজিক কর্মকাণ্ডে বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বড়লেখায় খেলাফত মজলিসের দিনব্যাপী এক তরবিয়তী মজলিসে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় নেতৃত্বের প্রতি আজ জনগণের আস্থার চরম সংকট দেখা দিয়েছে। জ্ঞান ও চারিত্রিক উৎকর্ষ সাধন করে আগামীর নেতৃত্বের শূন্যতা পুরোন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।

উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা লুতফুল রহমানের পরিচালায় সদর ইউনিয়ন মিলনায়তনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সহ সভাপতি মাওলানা লুতফুল রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল খালিক, জেলা তথ্য ও গবেষণা সম্পাদক এম. এম আতিকুর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুতাহিরুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপন, বায়তুলমাল সম্পাদক মাওলানা মনসুর আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক সেলিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা এনামুল হক, হাবিবুর রহমান, ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কামরুল হাসান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ