বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের ‘ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’ আবারো হাসনাতকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’

গহরপুরে মুহাম্মদ সা. অপমান করে ফেসবুকে মন্তব্য, এলাকায় ক্ষোভ ও উত্তেজনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক
বালাগঞ্জ (সিলেট)>

সিলেটের বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের গহরপুরের শিওরখাল গ্রামের আব্দুল ওয়াহিদ চৌধুরীর ছেলে নিয়ামুল হ চৌধুরী নামের এক যুবক ফেসবুকে রাসূল সা. কে অপমান করে কমেন্ট ও ইসলামের ঐতিহাসিক সত্য কিছু বিষয়াবলির মনগড়া ব্যখ্যা করে। এতে পুরো উপজেলা ও এলাকায় উত্তেজনাকর পরিস্থতি বিরাজ করছে।

স্থানীয় ও ফেসবুকে ওই যুবকের আইডি ঘুরে জানা গেছে, পড়াশোনাকালীন সময়েই তার মনের মধ্যে ইসলামের প্রতি বিরোধ মনোভাব তৈরি হয়। তার পারিবারিকভাবে এই ধারণা লালন করা হয়ে থাকে। যে কারণে সে দীর্ঘদিন থেকে কৌশলে বিভিন্ন সময়ে তার ফেসবুক "Niaamul H Chowdhury (নিয়ামুল হ চৌধুরী)" আইডি থেকে পবিত্র ইসলাম ও নবী মুহাম্মদ, মা আয়েশা, সাহাবিদের নিয়ে বাজে মন্তব্য করে আসছে।

সাম্প্রতি md moniruzzamn এর পোস্টে Niaamul H Chowdhury রাসূল সা.কে নিয়ে বিব্রতকর এক কমেন্ট করেছে। এ নিয়ে উপজেলা জুড়ে প্রতিবাদের ঝড় বইছে।

এবিষয়ে তার বড় ভাই ফাতহুল হাসানাত চৌধুরী শিমুল বলেন, এর সাথে আমাদের পরিবারের দীর্ঘদিন থেকে কোন যোগাযোগ নেই, ধর্ম বিদ্বেষমূলক আচরণকারীর সাথে আমাদের যোগাযোগ থাকতে পারে না, আপনারা যা করবেন আপনাদের সাথে আছি।

এব্যাপারে সুলতানপুর মহিলা মাদরাসার নায়বে মুহতামিম মাও. নোমানুল হক চৌধুরী বলেন, নিয়ামুলের রাসুল সা. কে অপমান করে করা কমেন্টের সমর্থনে ঐতিহাসিক সত্য বিষয়াবলির উপর নিজস্ব কিছু ব্যাখ্যা দাড় করানোর চেষ্টা করতেছে। যা সুস্পষ্ট ভ্রষ্টতা। আমি অনতিবিলম্বে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছি। অন্যথায় সে দেশের যেখানেই থাকুক প্রশাসনকে তার বিরুদ্ধে যথাযত আইনানুগ ব্যবস্থাগ্রহণের জোর দাবি জানাচ্ছি।

এব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, খবর পেয়ে তার বাড়িতে গিয়েছি। সে প্রায় ১০/১২ বছর থেকে বাড়িতে থাকে না; ঢাকায় থাকে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ