বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের ‘ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’ আবারো হাসনাতকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’

কবরস্থানের জায়গায় মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন শাহী মহল্লা কবরস্থানের জায়গা দখল করে মার্কেট নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কবরস্থান সংলগ্ন শাহীবাজার কবরস্থান-পাগলা রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মার্কেট এর পরিবর্তে জানাজা স্থান আর ঈদগাহ বানানোর দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, মানুষের শেষ ঠিকানা কবরস্থান। মৃত্যুর পরে এই কবরেই মুসলমানদের আশ্রয় হয়। অথচ কবরস্থানের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করা হচ্ছে। কবরস্থানের জায়গায় মার্কেট বন্ধ করতে হবে।

কবরস্থানের জায়গায় মার্কেট নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আমার মায়ের কবরের উপরে, আমার বাবার কবরের উপরে, আমার বোনের কবরের উপরে আমরা কোনোভাবেই মার্কেট করতে দিব না। এসময় মানববন্ধন থেকে কবরস্থানের সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদারের পদত্যাগের দাবিও জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ৬নং ওয়ার্ড মেম্বার হাজী রোকনউদ্দিন, ৫নং ওয়ার্ড মহিলা মেম্বার অনামিকা হক, সাবেক মেম্বার ইউনুছ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মীরু, আব্দুর রশীদ মোল্লা, তরিকুল ইসলাম, আব্দুল খালেক মুন্সী যুবলীগ মুন্সিবাগ, জাহের মোল্লা, মোজাফফর মেম্বার, শিক্ষক মিন্টুসহ আরো অনেকে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ