আওয়ার ইসলাম: কুমিল্লার ঐতিহ্যবাহী ধামতীর পীর এবং ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, উস্তাজুল ওলামা মাওলানা আবদুল হালিমের দাফন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ জোহর ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা ময়দানে তার জানাজার পর মাদরাসা সংলগ্ন কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
লাখো জনতার উপস্থিতিতে মরহুম পীর সাহেব হুজুরের জামাতা ঢাকা রহিম মেটাল জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান মমতাজী জানাজা নামাজের ইমামতি করেন।
পীর সাহেব হুজুরকে শেষবারের মতো দেখতে লাখো জনতা উপস্থিত হয়েছিল জানাজা মাঠে। তার জানাজায় অংশ নিতে জনস্রোতে পরিণত হয়েছে ধামতী মাদরাসার ময়দান।
জানাজায় স্থানীয় আলেমরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন দেশের প্রখ্যাত পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম এবং মাদরাসার সাবেক শিক্ষার্থী হাজারো আলেম ও হুজুরের ভক্তবৃন্দ।
জানাজা পূর্ব বক্তব্যে বক্তারা বলেন, মাওলানা আবদুল হালিম (রহ.) সারাজীবন দীনের ওপর অবিচল থেকেছেন। মাদরাসার ছাত্র-শিক্ষক ও পড়ালেখার উন্নতির জন্য নিরলস পরিশ্রম করেছেন। সর্বদা সুন্নতের অনুসরণ ও তাকওয়াকে অবলম্বন করে জীবন পরিচালনা করেছেন।
জানাজার আগে পীর সাহেব হুজুরের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, হুজুরের জামাতা ছারছিনা দরবারের পীর শাহ সাইফুল্লাহ সিদ্দিকী, ছারছিনা দরবারের ছোট পীর শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, আড়াইবাড়ি দরবারের পীর মাওলানা গোলাম সারোয়ার সাঈদী, নাগাইশ দরবারের পীর মাওলানা মুশতাক ফয়েজী, ঢাকা মিছবাহুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান মাদানী, হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. হেফজুর রহমান, প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা ড. আবুল কালাম আজাদ বাশার, মাওলানা সাদিকুর রহমান আযহারী, মাওলানা মুফতী আমিমুল ইহসান, ঢাকার মাইলস্টোন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী, মাওলানা মোল্লা নাজিম উদ্দীন প্রমুখ।
এর আগে গতকাল বুধবার দুপুর ৩টায় নিজ বাড়িতে মাওলানা আবদুল হালিম (রহ.) সোমবার ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
উল্লেখ্য, মাওলানা আবদুল হালিম (রহ.) প্রায় ৩০ বছর ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুকাল পর্যন্ত ধামতী দরবারের পীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ কারণে দেশ-বিদেশে তার অনেক ছাত্র, ভক্ত ও গুণগ্রাহী রয়েছে। তাছাড়া তিনি অনেক উঁচু মাপের বুযুর্গ ব্যক্তি ছিলেন। মৃত্যুকাল পর্যন্ত তিনি ইলম ও দ্বীনের বহু খিদমত আঞ্জাম দিয়েছেন। তাঁর হাতে গড়া বহু আলেম-ওলামা দীনের বিভিন্ন খেদমতে আছেন।
-এটি