বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা

দুই পক্ষের সংঘর্ষে ২ জনের মৃত্যু, ছেলের মৃত্যুর খবরে মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: ময়মনসিংহের শেরপুরে নালিতাবাড়িতে জমি নিয়ে সংঘর্ষে এক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। এদিকে ইউপি সদস্যের মৃত্যুসংবাদ শুনে তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (২৬ আগস্ট) সকালে নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইগাতি উপজেলার গৌরিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহা. জয়নাল আবেদীন (৫৫) ও নালিতাবাড়ি উপজেলার রিয়াজুল করিম (৬৫)।

জানা যায়, দেড় একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে জিয়াউল হকের সাথে ইয়াদ আলী ও মফিজুল হকের বিরোধ ও মামলা চলছে। জিয়াউল হক গতকাল সকালে জমিতে বীজতলা রোপন করতে গেলে অপর পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে তাদেরকে বাধা দেয়। ঘটনা মীমাংসা করতে ইউপি সদস্য জয়নাল আবেদীন সেখানে উপস্থিত হয়। পরে উভয়পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য জয়নাল আবেদীন ও রিয়াজুল করিমসহ ৫জন আহত হন।

আহতদের স্থানিয়রা প্রথমে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। আবস্থার অবনতি হলে দু’জনকে ময়মনসিংহ মেডিকেলে আনা হলে দুপুর ১টা ৩০মিনিটে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন ও রিয়াজুল করিমকে মৃত ঘোষণা করে। অন্য আহতদের ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে ইউপি সদস্য জয়নাল আবেদীনের মৃত্যুসংবাদ তার বনগাঁও খন্দকারপাড়া গ্রামের বাড়িতে পৌঁছালে তার বৃদ্ধ মা জয়নবী বেগম (৯০) হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নালিতাবাড়ি থানার ওসি বশির আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিস্থিতি এখন কনট্রোলে আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ