আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়িতে একটি দাহ্য পদার্থের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে,এতে একজন গুরুতরভাবে আহত হোন।
আজ (২৪আগস্ট) সোমবার রাত সোয়া ৮টার দিকে,ময়মনসিংহ জেলার সর্ববৃহৎ বাজার হিসেবে প্রসিদ্ধ,ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়বাজারে, মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ডিজেল এবং গ্যাস সিলিন্ডার গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে গোডাউনের কর্মচারী বনগাঁও গ্রামের আবদুল মালেকের ছেলে মো.কামাল (২৪) গুরুতর আহত হয়। পরে তাকে আশংকা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। গোডাউনে বিপুল পরিমাণ ডিজেলের ড্রাম ও গ্যাস সিলিন্ডার মজুদ ছিলো। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস নির্ণয় করবে। আগুনে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন।