বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের

মাওলানা এস এম সাখাওয়াত হুসাইনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ডা. মাওলানা এস এম সাখাওয়াত হুসাইন ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

শনিবার (২২ আগস্ট) রাতে ঢাকার কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার জানাজা আজ রোববার বাদ যোহর কোটচাদপুর মেইন বাস-স্ট্যান্ড চত্ত্বরে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি পিতা, মাতা, দুই ভাই বোন, স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান এবং সারাদেশে অসংখ্য গুনগ্রাহী, শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মাওলানা এস এম সাখাওয়াত হোসেন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে অনার্স এবং এমএ পাস করেন । তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ।

এদিকে তার ইন্তেকালে ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা আব্দুল আজিজ, নায়েবে আমির মাওলানা আজিজুল হক মুরাদ ও সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ ইসমাঈল ফারুক গভীর শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ এস এম সাখাওয়াত হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ