আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নে ছোট ফেনী নদীর ওপর নির্মিত মাওলানা আব্দুল আউয়াল ঘাট সেতু উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার বিকেলে সেতুটি উদ্বোধন করেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান এম.এ হোসেন, জহিরুল আলম জহির, ক.খ.ম ইসহাক খোকন, প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্সের সত্বাধিকারী ফজলুল হক বাবলুসহ স্থানীয় ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে ফলক উম্মোচন ও দোয়া মুনাজাতের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এলবিসি প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্স ৯১০ মিটার চেইনেজে মাওলানা আব্দুল আউয়াল ঘাটের ছোট ফেনী নদীর উপর ৯৬ মিটার পিসি গার্ডার সেতুর নির্মান কাজ সম্পন্ন করে। ৬ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ৪শ ৭৮ টাকা ব্যয়ে নির্মিত সেতুর কাজের মেয়াদকাল ছিল ১ বছর ৬ মাস। ঠিকাদারী প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে পূর্বেই কাজটি সম্পন্ন করে। এতে করে র্দীঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে দুই পাড়ের মানুষের।
-এটি