বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

১ সপ্তাহর মধ্যে কওমি মাদরাসাগুলো খুলে দিতে ময়মনসিংহ আলেমদের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সমস্ত কওমি মাদরাসাগুলো খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহের আলেমদের সংগঠন 'ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী'

গতকাল শনিবার রাতে সংগঠনটির তালতলাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইত্তেফাকুল উলামার মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে এক জরুরি বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ এ আহ্বান জানান।

দীর্ঘ সময় কওমি মাদরাসাগুলো বন্ধ রয়েছে। চাকরি, বাজার,ব্যবসা-বাণিজ্য,অফিস-আদালত ইত্যাদি অধিকাংশ প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও, বন্ধ রাখা হয়েছে কওমি মাদরাসাগুলো। গত ১২ জুলাই থেকে হিফজ বিভাগগুলো খুলে দেয়া হলেও ছাত্র, শিক্ষক কেউ কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। তাই স্বাস্থ্যবিধি মেনে আগামী এক সপ্তাহের মধ্যে কওমি মাদরাসার কিতাব বিভাগ খুলে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

এ ছাড়াও অন্যদিকে, নতুন শিক্ষাবর্ষ শুরুর লক্ষে দারুল উলূম মইনুল ইসলাম হাটহাজারীর মতো ছাত্র/ছাত্রী ভর্তি, কিতাব বন্টন, সীট বিন্যাস ও শ্রেণী কক্ষ প্রস্তুত করণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করতে মাদরাসা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

সবকিছু স্বাভাবিকভাবে চললেও এখন পর্যন্ত কওমি মাদরাসা বন্ধ রাখা দুঃখজনক। নিয়মিত ক্লাস না থাকায় শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। এরকম চলতে থাকলে অনেক শিক্ষার্থী অকালে ঝরে পরবে। তাই অগণিত ছাত্র/ছাত্রীর ভবিষ্যত রক্ষার্থে এক সপ্তাহের মধ্যে কওমি মাদরাসাসমূহ খুলে দেয়া জরুরী বলে মনে করেন আলেমগণ।

এসময় উপস্থিত ছিলেন- ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সা’দী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা জাকারিয়া, মাওলানা আনোয়ারুল হক,জেলা শাখার সভাপতি মুফতী মুহিব্বুল্লাহ্,মাওলানা জামালুদ্দীন,মাওলানা ফজুলর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ