বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

বাইতুশ শরফের নব মনোনীত পীরের সঙ্গে ইশা ছাত্র আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাইতুশ শরফের নবনিযুক্ত পীর, বিশিষ্ট লেখক, গবেষক ও সম্পাদক ড. মাওলানা আব্দুল হাই নদভী হাফি. এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

গতকালের এ সৌজন্যে সাক্ষাতে পীর মাওলানা নদভী সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রাণবন্ত মতবিনিময় করেন এম. হাছিবুল ইসলাম সহ প্রতিনিধি দলের সাথে এবং তার রচিত বেশ কিছু বই হাদিয়া প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক এম এম শোয়াইব, চট্টগ্রাম মহানগর সভাপতি রিদুয়ানুল হক শামসী, সহ-সভাপতি তানভীর হোসাইন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন প্রমুখ।

সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল বাইতুশ শরফ আদর্শ কামিল মাদরাসা ক্যাম্পাস পরিদর্শন করেন এবং মরহুম পীর সাহেবদ্বয়ের কবর জিয়ারত করেন।

গত ২০ মে-২০ বুধবার বায়তুশ শরফ এর মরহুম পীর সাহেব মাওলানা কুতুব উদ্দিন রহ এর ইন্তেকাল করলে ২৩ মে শনিবার বায়তুশ শরফ মজলিসুল উলামা ও আঞ্জুমানে ইত্তেহাদ এর যৌথ বৈঠকে সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুল হাই নদভী হাফিঃ কে বায়তুশ শরফ দরবারের নতুন রহবার হিসেবে মনোনীত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ