বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহে সিটি মেয়র কর্তৃক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু কর্তৃক আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বেধন করা হয়েছে।

আজ (১৫আগস্ট) শনিবার সকাল সাড়ে ৯টায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রাঙ্গনে শোকের মাস আগস্টব্যাপী নগরীর বিভিন্ন পয়েন্টে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মসিক মেয়র।

এর আগে সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে,কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীগণকে সাথে নিয়ে ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মসিক মেয়র ইকরামুল হক টিটু।

পরে সকাল ১০টায় এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন মেয়র মো.ইকরামুল হক টিটু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মেয়র টিটু,জাতির পিতাকে সপরিবারে হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের এবং যারা জাতির পিতার হত্যাকান্ডে নেপথ্যে কাজ করেছে তাদেরকেও বিচারের আওতায় আনার জোরালো দাবি জানান।

অনুষ্ঠানে,ময়মনসিংহ জেলা প্রশাসক মো.মিজানুর রহমানের পক্ষে সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার কে এম গালিব খান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী,কে এম খালিদ এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার ও অভিনতা সাজ্জাদ মাহমুদ,বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল,বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি এহতেশামুল আলম,জেলা পরিষদ ময়মনসিংহের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,ময়মনসিংহ পুলিশ সুপার মো.আহমার উজ্জামান,পিপিএম (সেবা), ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন-অর রশিদ(বিপিএম),এবং ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ।

এছাড়াও মসিক মেয়র,দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অংগ,সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।

অন্যদিকে,আজ সকালে সার্কিট হাউস সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা জ্ঞাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।

পরে একে একে সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার কামরুল হাসান, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, পুলিশ সুপার আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় এবং নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে বেদিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু হত্যাকারী বাকি আসামিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকর করতে সরকারের প্রতি আহবান জানান। একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, তাই তাদের বিরুদ্ধে সকলকে সচেতন থেকে দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ