বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

আলোর দিশারীর কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরের রায়পুর, মুহাম্মদনগর (লেংড়া বাজার) মাদরাসা ই-তাহফিজুল কুরআন মিলনায়তনে আলোর দিশারী সাহিত্য কাফেলার কেন্দ্রীয় সম্মেলন ২০২০ সম্পন্ন হয়েছে।

৪ আগস্ট, মঙ্গলবারের প্রাণবন্ত সম্মেলনে জেলা ও উপজেলার নেতা-কর্মীদের এক মিলন মেলায় পরিনত হয়৷ মুফতি মুহাম্মাদ আরাফাতের সভাপতিত্বে এবং মিডিয়া ও প্রচার সম্পাদক আমীর জিহাদীর সঞ্চালনায় সকাল ৮ টায় সম্মেলন শুরু হয়ে বিশেষ দোয়ার মাধ্যমে দুপুর ১২টায় শেষ হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদীস মাওলানা ফারুক আহমদ (হাজ্বী সাহেব হুজুর) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ওলামায়ে কেরাম। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অর্থ সম্পাদক মাওলানা কাউসার আহমদ ২০১৮-২০ পর্যন্ত সংগঠনের আয়-ব্যায়ের হিসাব পেশ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

সাংগঠনিক সম্পাদক মাওলানা মিসবাহ নূরী তার বক্তব্যে সংগঠনের বিগতদিনের নানা কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ২০১০থেকে 'আলোর দিশারী সাহিত্য কাফেলা শিক্ষা, সাহিত্য ও সামাজিক বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করে আসছেএবং প্রতিষ্ঠালগ্ন থেকে লক্ষ্মীপুর জেলায় কাওমি মাদরাসা শিক্ষা বোর্ড "বেফাক কৃতি" ছাত্রদের সংবর্ধনা দিয়ে আসছে।

তিনি তার বক্তবে বিশ্ব মহামারী করোনাকালীন বিপর্যয়ে লক্ষ্মীপুর জেলা ওলামাদের মাঝে খাদ্য-দ্রব্য ও নগদ অর্থ হাদিয়া প্রদান করাসহ উপসর্গে মারা যাওয়া লাশের দাফন কার্যক্রমে আলোর দিশারীর সফল ভূমিকার কথা তুলে ধরেন।

প্রধান অতিথি শাইখুল হাদীস মাওলানা ফারুক আহমদ সাহেব তার বক্তব্যে বলেন, ইমাম মাহদির আগমন আসন্ন, আলোর দিশারী সাহিত্য কাফেলার সদস্যদের ইমাম মাহদীর কাফেলাতে যুক্ত হওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে সু-সংগঠিত হতে হবে।

সভাপতির বক্তব্যে মুফতি মুহাম্মদ আরাফাত বলেন, আদর্শ বিসর্জন দিয়ে হেকমত অবলম্বন নয়। সিমাবদ্ধতা নয় দায়বদ্ধতার মনোভাবী হোন। আসুন সংস্কার মূলক সমাজ গঠনে একিভুত হয়ে কাজ করি। একটি সুন্দর সমাজ বিনির্মানে ত্যাগ ও মেধার বিকল্প নেই। তিনি তরুণ প্রজন্মকে আলোর দিশারীর সাথে যুক্ত হয়ে ইসলাম ও উম্মাহর কল্যানে কাজ করার আহবান জানান।

সংগঠনের কার্যকরি উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ সাহেব ২০২১-২২সেশনের জন্য মুফতি মুহাম্মাদ আরাফাতকে প্রধান পরিচালক, মাওলানা মুহাম্মদ ইউসুফকে নির্বাহী পরিচালক, মুফতি মিসবাহ বিন নূরীকে সাধারণ সম্পাদক ও মুফতি আমীর জিহাদীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির প্রস্তাব পেশ করেন এবং সম্মেলনের সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা শিবলী রহমানী ভাইস প্রিন্সিপাল, মাদরাসাতুল হিকমা আল ইসলামিয়া, উত্তরা ঢাকা। মুফতি ইসমাঈল মাহমুদ, শিক্ষা সচিব সিরাজগঞ্জ রেলওয়ে মাদরাসা, মুফতি নূরুদ্দীন, প্রিন্সিপাল মাদরাসাতুদ দাওয়া রাখালিয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সুধীগণ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ