আওয়ার ইসলাম: দীর্ঘস্থায়ী বন্যায় যমুনার বিস্তৃত চরাঞ্চলে আটকে পড়েছে শত শত পরিবার। চতুর্দিকে পানি থাকায় জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। অধিকাংশ পরিবারে চুলো জ্বলছেনা ঘরে পানি জমার কারণে। এমন প্রায় তিনশতাধিক পরিবারের মাঝে খাবার (প্যাকেট বিরিয়ানি) বিতরণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ, টাঙ্গাইল জেলা।
গতকাল (৩ আগষ্ট সোমবার) দুপুরের দিকে ভূঞাপুর উপজেলার গাবসারা ও অর্জুনা ইউনিয়নের বেশ কিছু বন্যাদুর্গত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রচণ্ড রৌদ্রত্তাপের মাঝেও এ সময় ছাত্র জমিয়ত বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা নেতৃবৃন্দ ঘুরে ঘুরে প্রতিটা ঘরে গিয়ে খাবারগুলো দুর্গতদের হাতে তুলে দেন। ছাত্র জমিয়ত নেতৃবৃন্দের ভাষ্যানুযায়ী দুর্গতদের মাঝে সরকারি এবং বেসরকারি উদ্যোগে যেই পরিমাণ ত্রাণ সামগ্রী পৌছানো দরকার তা তারা পাচ্ছেনা। ফলে বহু কষ্টে দিনপার করতে হচ্ছে তাদের। তাই ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি তাদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহবান জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক আতাউর রহমান, সহপ্রচার সম্পাদক মিনহাজ খান,অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ অর্থ সম্পাদক আ. লতিফ, প্রশিক্ষণ সম্পাদক রহমতুল্লাহ, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ, মাসউদুর রহমান, জাহাঙ্গীর আলম, সাদিকুল ইসলাম, কামরুজ্জামান,নূরুল আলম প্রমুখ ।
-এটি