বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

চাঁদপুরে আগুনে পুড়ল ১৫ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার রাত দেড়টায় শুরু হওয়া এই আগুন রাত চারটার পর নিয়ন্ত্রণে আসে।

স্থানীরা জানান, হাজীগঞ্জ বাজারের টিনপট্টি এলাকায় ‘ভাই ভাই ভ্যারাইটিজ স্টোর’ থেকে রোববার রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সেই আগুন আশপাশের কাঠের তৈরি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন বলেন, তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনায় ওই বাজারের আশপাশের বড় বড় পাকা ভবন ও মার্কেটের দোকান রক্ষা পায়। তবে টিন ও কাঠের তৈরি দোকানপাটে আগুন লেগে প্রায় এক কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম চৌধুরী বলেন, ‘এই অগ্নিকাণ্ডে বাজারের ১৫টি দোকান পুড়ে গেছে।’

চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফরিদ আহমেদ জানান, হাজীগঞ্জ বাজারে আগুন লাগার খবর পেয়ে হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া ও চাঁদপুর সদর উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান মালিকদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ