মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>
বিশ্ব শান্তি-সমৃদ্ধি কামনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে বিশেষ মুনাজাত করা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর এই মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক পাগলা মসজিদের খতীব মাওলানা আশরাফ আলী৷
মুনাজাতে রমজানের বরকত কামনা, আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহমাফের পাশাপাশি বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি ও দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে রহমত প্রার্থনা করা হয়
করোনা ভাইরাসের প্রভাবে সতর্কতামূলক দীর্ঘ দিন মসজিদে সিমিত আকাড়ে জামাত আদায় হয়ে আসছিল। গত ৬ মে ধর্মমন্ত্রণালয় থেকে শর্ত সাপেক্ষে মসজিদে নামাজ আদায় ব্যাপারে ঘোষণা আসার পর আজ প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ঠিক ১২ টা ৩০ মিনিটে জুমার আজান হয়ে সংক্ষিপ্ত খুৎবা অতঃপর ১২ টা ৪৬ মিনিটে জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লীরা বিশেষ মুনাজাতে যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন আল্লাহর দরবারে। কান্নায় বুক ভাসান তারা। দীর্ঘদিন পর মসজিদে এসে নামাজ পড়তে পেরে সন্তোষ প্রকাশ করেন আগত মুসল্লিরা৷
-এএ