আবদুল্লাহ সামি
কুমিল্লা উত্তর প্রতিনিধি>
কুমিল্লার দেবিদ্বার উপজেলার চাপানগরের গ্রামে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে জামাল হাজারী (৩৮) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। এ নিয়ে দেবিদ্বারে কোভিড-১৯ এ চারজন মারা গেছে।
জানা যায়, করোনা পজেটিভ জামাল হাজারীকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অক্সিজেন দিয়ে অ্যাম্বুল্যান্সে করে ঢাকা নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে দেবিদ্বার পৌরসভা এলাকাগুলোতো আজ শুক্রবার থেকে কঠোর ভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।
এর আগে কুমিল্লা নগরীতে সম্প্রতি দুইজন করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য ঝুঁকির ফলে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ঈদ-উল-ফিতর পর্যন্ত সকল শো-রুম, ব্র্যান্ড শপ, শপিং মল মার্কেট ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, কুমিল্লায় এখন পর্যন্ত ১১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে দেবিদ্বারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩২ জন। ৪ জন মৃত্যুবরণ করেছে।
-এএ