মুহা. জাকারিয়া মাসুদ
নাটোর থেকে>
নাটোরের সিংড়ায় হিলফুল ফুযুলের কমিটি গঠন উপলক্ষে সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আতিকুর রহমান সাদীর সভাপতিত্বে গতকাল বুধবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে রাসূলুল্লাহ সা. পথ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মতামত পেশ করা হয়।
আলোচনা সভা শেষে নির্বাচন পরিচালনা কমিটি উপস্থিত সকলের মতামত গ্রহন করে সংখ্যা গরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মুহা. এমরান আলী রানাকে সভাপতি ও মুফতি জাকারিয়া মাসউদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমান সাদী, মাওলানা ওমর ফারুক, মুহা. সৌরভ সোহরাব, মুহা. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আল-আমীন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মিজানুর রহমান, কোষাধক্ষ্য হাফেজ জসিম উদ্দিন, প্রচার সম্পাদক হাফেজ সালাহউদ্দীন সবুজ, সহকারী প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান, সহ-প্রচার সম্পাদক মুহা. আশরাফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি রুহুল আমীন, সমাজ কল্যাণ সম্পাদক মুফতি সাইফুল্লাহ সুমন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম।
দপ্তর সম্পাদক হাফেজ ওমর ফারুক, সহ-দফতর মাওলানা হারুন অর রশিদ, মিডিয়া সম্পাদক মুহা. আবু জাফর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহা. এনামুল হক বাদশাহ, ডিজিটাল ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, মুহা. সোহেল আহমেদ জীবন, গ্রন্থাগার সম্পাদক, হাফেজ ড. আব্দুস সালাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, তথ্য ও গবেষণা সম্পাদক মুহা. আশরাফুল ইসলাম সুমন, সদস্য মুহা. সেলিম হোসেন, মুহা. হেলাল উদ্দিন, মামুন অর-রশিদ, মুহা. শহিদুল ইসলাম সুইট।
ইতোমধ্যেই এ সংগঠন সিংড়া উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের সেচ্ছায় দাফন-কাফন করার উদ্যোগ গ্রহণ করে।
-এএ