আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়ার পালংখালীতে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার ভোরে উখিয়ার পালংখালীর রহমতের বিল সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা হলো উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আবদুল জলিলের ছেলে মুহা. সাদেক (২২)।
কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, রাতে গোপন সংবাদে জানতে পারেন যে উখিয়ার পালংখালী রহমতেরবিল সীমান্ত দিয়ে ইয়াবা একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। একারণে বিজিবির সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন।
পরে মিয়ানমারের ওপার থেকে আসা দুইজন লোককে থামানোর সংকেত দিলে তা অমান্য করে বিজিবির সদস্যদের গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবির সদস্যরাও পাল্টা গুলি করেন।
পরে ঘটনাস্থল তল্লালি করে দেশীয় একটি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও ৩০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত পাচারকারী মিয়ানমারের রোহিঙ্গা বলে ধারণা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
-এএ